সরকারি চাকরি পেলেন সাহসী ঝরনা

স্টাফ রিপোর্টার: অবশেষে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে স্থায়ী সরকারি চাকরি পেয়েছেন রাজশাহীর সাহসী নারী ঝরনা বেগম। ইতোমধ্যে নতুন চাকরিতে যোগও দিয়েছেন তিনি। গত ১ এপ্রিল রাজশাহীতে হরতালের সময় জামায়াত-শিবিরের কর্মীদের নির্মম হামলায় পুলিশের আহত কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে উদ্ধার করতে সাহসিকতার সাথে এগিয়ে গিয়েছিলেন ঝরনা বেগম। বিপদের ঝুঁকি নিয়ে পুলিশের একজন কর্মকর্তাকে রক্ষায় সহায়তা করায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে তাকে স্বীকৃতি স্মারক ও সম্মাননাপত্র দেয়া হয়। পরে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে স্থায়ী চাকরির আশ্বাস দেয়া হলেও বহুদিন সচিবালয়ে ঘুরেও চাকরি হয়নি তার। সাহসিকতার জন্য ঝরনাকে স্থায়ী চাকরি দেয়ার জন্য বারবার প্রতিশ্রুতি দেয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি।