সরকারি ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ

স্টাফ রিপোর্টার: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ওয়েবসাইট নিয়মিত হালনাগাদের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়থেকে ৫৫টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের কাছে এই নির্দেশ পাঠানোহয়।এ নির্দেশ পাওয়ার পর নির্বাচন কমিশনওতা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। গত রোববার ইসি সচিবের পক্ষে সিস্টেম ম্যানেজার মুহাম্মদআশরাফ হোসেন সংশ্লিষ্ট সব অনুবিভাগকে হালনাগাদ তথ্য বাংলা ও ইংরেজি ভাষায় ওয়েবসাইটেপ্রদর্শন নিশ্চিত করতে নির্দেশনা দেন।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানোনির্দেশে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রয়োজনীয় তথ্য সরবরাহের ক্ষেত্রেওয়েবসাইট তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে।এসব প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট নিয়মিতভাবে হালনাগাদকরা না হলে দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হয়। এতে সংশ্লিষ্ট অফিসগুলোরকার্যক্রম সম্পর্কে সেবা গ্রহীতাদের বিরূপ মনোভাবের সৃষ্টি হয়।সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২৫হাজার ওয়েবসাইট নিয়ে তৈরি ‘জাতীয়তথ্য বাতায়ন’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীশেখ হাসিনার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেসরকারের প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, জেলা প্রশাসন, উপজেলাপ্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পর্যায়ে ওয়েবসাইটচালু করা হয়েছে।সরকারের এরকম ২৫ হাজার ওয়েবসাইট নিয়েইতৈরি হয়েছে ‘জাতীয় তথ্য বাতায়ন’। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের তত্ত্বাবধানে বাস্তবায়িত হয়েছে জাতীয় তথ্য বাতায়ন পোর্টাল গড়ার কাজ।