সরকারি আদেশ অমান্য করে রাস্তার ধারের জমির মাটি কাটার অভিযোগে মেহেরপুরে মামলা

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার কোলার মোড় থেকে আশরাফপুর গ্রামের মধ্যদিয়ে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার পর্যন্ত সড়ক প্রস্বস্থ করণে সরকারি আদেশ ও মাপজোক ছাড়াই রাস্তার ধারের জমি থেকে মাটি কেটে ও গাছ-গাছালি কেটে তছরুপ করায় ঠিকাদারের ৪ শ্রমিকের নামে মামলা করা হয়েছে।

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে কাজী হাবিবুল ইসলাম বাদী হয়ে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলা করেন। তার তফসিলভূক্ত জমির দুটি ইপিলইপিল, ৩টি দেশী নিম, একটি বকুল, ৩টি নারকেল, একটি বেল, ২টি শিমুল, একটি মেহগনি, ৩টি সজনে, ৫টি ডুমুর গাছ ঠিকাদারের লেবাররা কেটে তছরুপ করেছেন। এঘটনায় ঠিকাদারের লেবার আশরাফপুর গ্রামের মৃত গুডু সেখের ছেলে জমিরুল হক, আব্দুস সালামের ছেলে রাসেল শেখ, ইউনুচ আলীর ছেলে হাকিম ও সাফায়েত হোসেনের ছেলে আশরাফুল হককে আসামি করে মামলা দায়ের করেন তিনি।