সরকারিপ্রতিষ্ঠানের বিদ্যুত বিল বকেয়া ৮০৬ কোটি টাকা

 

স্টাফ রিপোর্টার: সরকারি-আধাসরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থার কাছে বর্তমানে প্রায় ৮০৬ কোটি টাকাবিদ্যুত বিল বকেয়া রয়েছে। এর মধ্যে শুধু বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে বকেয়াবিলের পরিমাণ ৪০১ কোটি টাকা। আর এতে শীর্ষে রয়েছে স্থানীয় সরকার ও পল্লীউন্নয়ন মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এম আবদুললতিফের এক প্রশ্নের উত্তরে এসব তথ্য জানান বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ (বিদ্যুত বিভাগ) প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রতিমন্ত্রী সংসদকে জানান, বকেয়া বিলের মধ্যে আধাসরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থার কাছে প্রায় ৪০৫ কোটিটাকা পাওনা রয়েছে। মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী জানা যায়, স্থানীয় সরকার ওপল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের কাছে সর্বাধিক ২৭৯ কোটি ৪৫ লাখ টাকা বকেয়ারয়েছে। এছাড়া ১১০ কোটি ২৬ লাখ টাকা বকেয়া রয়েছে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রণালয়ের কাছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে বকেয়া৪৩ কোটি ২৩ লাখ টাকা। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কাছে মোটবকেয়ার ৬৩ কোটি ৯২ লাখ টাকার মধ্যে ৪১ কোটি ৩৫ লাখ টাকা বকেয়া রিফিউজিক্যাম্পের কাছে। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বকেয়া ৩৯ কোটি ৪১ লাখটাকা। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কাছে বকেয়া ৩৫ কোটি ৭৮ লাখ টাকা। শিক্ষামন্ত্রণালয়ের কাছে ৩৫ কোটি ৪৯ লাখসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে উল্লেখযোগ্যটাকা বকেয়া রয়েছে। এসব বকেয়া বিল আদায়ের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ওসংস্থাগুলোর সাথে নিয়মিত সভা অনুষ্ঠিত হচ্ছে বলেও সংসদকে জানান নসরুলহামিদ। তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন দফতর, সংস্থার বকেয়ারতালিকা প্রস্তুত করে পরিশোধের বিষয়ে নির্দেশনা প্রদানের জন্য সচিবদের ডিওপত্র প্রদান করা হচ্ছে। বিদ্যুত বিল বকেয়া রয়েছে এমন সংস্থার বিদ্যুত সংযোগবিচ্ছিন্ন করার পদক্ষেপ নেয়া হয়েছে।