সব হারানো ইয়াসিন নিজেও না ফেরার দেশে

 

স্টাফ রিপোর্টার: ঢাকার পল্লবীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কালশীর সেই ইয়াসিন আলী, ঘরে দুর্বৃত্তের দেয়া আগুনে নয় স্বজনকে হারিয়েছিলেন যিনি। গতকাল শনিবার সকাল ১০টার দিকে পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে দু বাসের মাঝেচাপা পড়ে ইয়াসিন (৫৫) নিহত হন বলে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িরপরিদর্শক মোজাম্মেল হক জানান।ইয়াসিনের ফুফাতো ভাই মো. সনু বলেন, গত ১৪ জুন কালশীর বিহারী ক্যাম্পে হামলা ওঅগ্নিসংযোগের ঘটনায় ইয়াসিনের পরিবারের নয়জন মারা গিয়েছিলো।ওই ঘটনায় দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তার মেয়ে ফারজানা।সকালে ফারজানার জন্য ওষুধ কিনতে বেরিয়ে বাসের চাপায় মারা গেছেন তিনি। বিহারীক্যাম্পে অগ্নিসংযোগে ইয়াসিনের স্ত্রী বেবী, তিন মেয়ে সাহানা, আফসানা, রোখসানা, তিন ছেলে লালু, ভুলু ও আশিক, ছেলের স্ত্রী শিখা ও নাতি মারুফ মারাযান।