সব ব্যাংকের নিরাপত্তা বাড়াতে পুলিশকে চিঠি

স্টাফ রিপোর্টার: নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সহিংসতার মধ্যে ব্যাংকগুলোর নিরাপত্তা বাড়ানোর জন্য পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের প্রবিধি ও নীতি বিভাগ থেকে পাঠানো ওই চিঠিতে সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলা হয়, ‘দেশে কার্যরত ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও শাখার সুরক্ষাসহ ব্যাংকিং কাযক্রম নিবিঘ্ন ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করাসহ বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে অনুরোধ করা হলো।’ যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারি থেকে সারাদেশে জামায়াত-শিবির কর্মীদের নাশকতার মধ্যে ব্যাংক খাতও আক্রমণের লক্ষ্যবস্তু হয়। এরপর নির্বাচন সামনে রেখে প্রধান দু দলের মতবিরোধে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হলে মাস দুয়েক আগে থেকে বিরোধীদলের হরতাল-অবরোধে সারাদেশে নতুন করে সংঘাত-সহিংসতার সৃষ্টি হয়। কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিরাজমান অস্থিরতা ও নাশকতার ফলে ব্যাংকগুলোতে বিভিন্ন ধরনের হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো অনভিপ্রেত ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনা ব্যাংকগুলোর নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের সহিংসতা একদিকে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের নিরবচ্ছিণ্ন ব্যাংকিং সেবা পাওয়ার পথে বাধা সৃষ্টি করছে, অন্যদিকে ব্যাংক কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে বিশেষ উদ্বেগের সৃষ্টি করছে। এ অবস্থায় স্থাপনা সুরক্ষাসহ ব্যাংকের বার্যক্রম নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে  নিরাপত্তা জোরদার করার অনুরোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক