সপ্তায় ২২০ বার অগ্ন্যুৎপাত

মাথাভাঙ্গা মনিটার: ইন্দোনেশিয়ার মাউন্ট সিনাবাঙ আগ্নেয়গিরিতে গত এক সপ্তায় অগ্ন্যুৎপাত ঘটেছে ২২০ বার।

জ্বালামুখ দিয়ে বেরিয়ে আসা উত্তপ্ত ছাই আর বিষাক্ত গ্যাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বাস্তুচ্যুত হয়েছে স্থানীয় ২০ হাজারেরও বেশি গ্রামবাসী। ৮ হাজার ৫৩০ ফুট উঁচু এ আগ্নেয়গিরি জেগে উঠেছে গত বছর সেপ্টেম্বর থেকেই। কয়েকমাস ধরে আগ্নেয়গিরিটি সক্রিয় থাকলেও এখন এতে ঘন ঘন অগ্ন্যুৎপাত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গত রোববার মাউন্ট সিনাবাঙ থেকে ৪ হাজার মিটার উঁচু হয়ে বেরিয়ে আসে উত্তপ্ত ছাই। ইন্দোনেশিয়া সরকার আগ্নেয়গিরির আশপাশ এলাকা থেকে অধিবাসীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে। ইন্দোনেশিয়ায় সক্রিয় ১২৭টি আগ্নেয়গিরির মধ্যে একটি হচ্ছে সিনাবাঙ। শত শত বছর ধরে সুপ্ত থাকার পর ২০১০ সালে সক্রিয় হয়ে ওঠে এ আগ্নেয়গিরি।