সংসদে পল্লী সঞ্চয় ব্যাংক বিল পাস

 

স্টাফ রিপোর্টার: পল্লীসঞ্চয় ব্যাংক বিল-২০১৪ বুধবার জাতীয় সংসদে পাস হয়েছে। বিল পাসের পরপ্রস্তাব করে অর্থমন্ত্রী সংসদকে জানান, গ্রামীণ অর্থনীতির উন্নয়নে এইব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সংবিধানের ৮২ অনুচ্ছেদ অনুসারেরাষ্ট্রপতির সুপারিশ পাওয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটিজাতীয় সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।
বিলটিতে সংসদ সদস্যরুস্তম আলী ফরাজী হাজী মোহাম্মদ সেলিম সংশোধনী উত্থাপন করলেও তা কণ্ঠভোটেনাকচ হয়ে যায়।একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতাধীন সমবায় সমিতিগুলো এব্যাংকের শেয়ারহোল্ডার হবে এবং এর বাইরে অন্য কোনো সমবায় সমিতি এরশেয়ারহোল্ডার হতে চাইলে পরিচালনা পরিষদের অনুমতি লাগবে।এ ব্যাংকেরপরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা হবে ১৫ জন। তাদের আটজন হবেন সরকার মনোনীত।বাকি সাতজন সমিতিগুলো থেকে আসবেন। সদস্যদের মধ্যে থেকেই একজনকে ব্যাংকেরব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেবে পর্ষদ। তবে বাংলাদেশ ব্যাংকেরঅনুমোদন নিতে হবে।অর্থমন্ত্রী বলেন, পল্লী সঞ্চয় ব্যাংক আইন-২০১৪’ প্রণয়নের ফলে দেশের গ্রামাঞ্চলের দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষ সঞ্চয়েউদ্বুদ্ধ হবেন। গ্রামের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে এ ব্যাংক।এদিকে বুধবার জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সংশোধন বিল পাস হয়েছে।