ষোড়শ সংশোধনী রায় নয়িে সংসদে আলোচনার প্রস্তাব

স্টাফ রপর্িোটার: ষোড়শ সংশোধনী বাতলি করে দয়ো উচ্চ আদালতরে রায় ও রোহঙ্গিা ইস্যুতে সংসদে পৃথকভাবে আলোচনার প্রস্তাব করছেনে প্রবীণ র্পালামন্টোরয়িান ও বাণজ্যিমন্ত্রী তোফায়লে আহমদে। ডপেুটি স্পকিার ফজলে রাব্বি ময়িার সভাপতত্বিে গতকাল সংসদরে ১৭তম অধবিশেনরে প্রথম দনিরে বঠৈকে পয়ন্টে অব র্অডারে দাঁড়য়িে তনিি এ প্রস্তাব করনে।
তনিি বলনে, আগামীকাল (আজ) রোহঙ্গিা ইস্যু নয়িে এবং পরদনি ষোড়শ সংশোধনী বাতলি করে দয়ো উচ্চ আদালতরে রায় নয়িে আলোচনা হতে পার।ে এ জন্য বধিি মোতাবকে নোটসিরে মাধ্যমে আলোচনা করার প্রস্তাব দনে তনি।ি এ সময় ডপেুটি স্পকিার এ বষিয়ে চফি হুইপ মহোদয় স্পকিাররে সঙ্গে আলোচনা করে বষিয়টি চূড়ান্ত করার সদ্ধিান্ত দনে। এর আগে পয়ন্টে অব র্অডারে দাঁড়য়িে ডা. রুস্তম আলী ফরাজী রোহঙ্গিা ইস্যুতে বক্তব্য রাখতে শুরু করলে বঠৈকরে সভাপতি ফজলে রাব্বি ময়িা তাকে থাময়িে দনে। তনিি বলনে, এ বষিয়ে পয়ন্টে অব র্অডারে বললে সময় অপচয় ছাড়া কোনো লাভ নইে। আপনি নোটসি দলিে সংসদ একটি রজেুলনে নতিে পারব।ে একইভাবে তাহজীব আলম সদ্দিকিী পয়ন্টে অব র্অডারে দাঁড়য়িে ষোড়শ সংশোধনী বাতলি করে দওেয়া উচ্চ আদালতরে রায় নয়িে বক্তব্য রাখতে শুরু করলে তাকওে থাময়িে দয়িে নোটসি দয়োর পরার্মশ দয়ো হয়। পরে ফ্লোর নয়িে তোফায়লে আহমদে এ বষিয়ে আলোচনার প্রস্তাব করনে।