শ্রমিক স্বার্থ আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের মাঠ না ছাড়ার আহ্বান

শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে কেরুজ চিনিকলে ফটকসভায় বক্তারা

দর্শনা অফিস: জাতীয় মজুরি স্কেল ২০১৫ ঘোষণা ও বাস্তবায়ন দাবিতে দর্শনা কেরুজ চিনিকলে ফটকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কেরুজ চিনিকলের ডিস্টিলারি গেটের সামনে অনুষ্ঠিত ফটকসভার সভাপতিত্বে করেন কেরুজ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী। বিসিআইসি, ইস্পাত প্রকৌশল করপোরেশন, চিনিকল ও এফআইডিসি শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সমন্বয়ে গঠিত সেক্টর করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের আহ্বানে শ্রমিক-কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন- কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহসভাপতি ফারুক আহম্মেদ, যুগ্মসম্পাদক খবির উদ্দিন, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, শ্রমিক নেতা মোস্তাফিজুর রহমান, ফিরোজ আহমেদ সবুজ, জুলফিকার হায়দার, রেজাউল ইসলাম, ইসমাইল হোসেন, বাবর আলী, আমিরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তরা বলেন, গোটা দেশে শ্রমিকরা আজ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবি বারবার উপেক্ষিত হয়েছে। তাই আসুন শ্রমিক স্বার্থ রক্ষায় দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে একা কাতারে দাঁড়িয়ে দাবি আদায়ের লক্ষ্যে দুর্বার আন্দোলন গড়ে তুলি। আমরা বরাবরাই শ্রমিক-কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে দলতম নির্বিশেষ কাজ করেছি। আন্দোলনের মাঠে কাঁধে কাঁধ রেখে এগিয়ে চলেছি রাজপথে। এবারো আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের মাঠ ছাড়বো না। দাবিসমূহের মধ্যে রয়েছে- সর্বনি¤œ ৮৭৫০ টাকা, সর্বোচ্চ ১৩৫০০ টাকা প্রাম্ভিক মজুরি নির্ধারণ করে জাতীয় মজুরি স্কেল ২০১৫ ঘোষণা ও ১ জুলাই ২০১৫ থেকে বাস্তবায়ন করতে হবে। সেই সাথে মজুরি কমিশনকে পে-কমিশনে অন্তর্ভুক্তি করতে হবে। এ দাবি আদায়ে গোটা দেশের শ্রমিক-কর্মচারী রয়েছে আন্দোলনের মাঠে। আগামী ২৯ আক্টোবর সকালে ফের কেরুজ চিনিকলে ফটকসভা অনুষ্ঠিত হবে। ৬ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করা হবে। ১২ নভেম্বর কেরুজ কারখানায় আবারও গেট মিটিং, ১৯, ২৬, ২৮ ও ৩০ নভেম্বর বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট। নির্ধারিত কর্মসূচিতে শ্রমিক-কর্মচারীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান।