শ্রমিক পুলিশ সংঘর্ষে আশুলিয়া রণক্ষেত্র

স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা আজ বুধবার নিরাপত্তার কারণে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। গতকাল মঙ্গলবার রাজধানীর বিজিএমইএ ভবনে আশুলিয়া এলাকার পোশাক কারখানার মালিকরা এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন। মজুরি বোর্ড ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে গতকাল বিক্ষোভ চলাকালে শ্রমিক পুলিশ সংঘর্ষে আশুলিয়া এলাকা রণক্ষেত্রে পরিণত হওয়ার পর মালিকদের তরফে এ সিদ্ধান্ত এলো। সেখানে ২৫০টি পোশাক কারখানা আছে।

বিজিএমইএতে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদসহ আশুলিয়া এলাকার শিল্প উদ্যোক্তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আব্দুস সালাম মুর্শেদী বলেন, টানা শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে আশুলিয়া এলাকার কারখানা আজ (বুধবার) বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আজ আবার বৈঠক করে পরবর্তী কর্মপন্থা ঠিক করা হবে।