শ্রমিকেররক্তমাখা পোশাক কিনবে না পশ্চিমারা:আমেরিকান সিনেটের হুঁশিয়ারি

 

 

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশেরশ্রমিকদের রক্ত মাখা পোশাক না কেনার হুশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রসিনেটের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেনডেজ। গতবৃহস্পতিবার মর্মান্তিক রানাপ্লাজা ভবন ধসের ১ বছর পূর্তিতে দেয়া একবিবৃতিতে সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, বাংলাদেশের শ্রমিকদের রক্তেরঞ্জিত কোনো পোশাক পশ্চিমা ক্রেতারা কিনবে না। বিজিএমইএ ও সরকারকে অবশ্যই এসহজ বার্তাটি বুঝতে হবে।মেনেনডেজ বলেন, যদি বাংলাদেশ সরকার ও বিজিএমইএশ্রমিক ইউনিয়ন গঠনে দমন কাজ বন্ধ না করে এবং তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ নাকরে তাহলে পোশাক শিল্পে আরেকটি বড় বিপর্যয় সময়ের ব্যাপার মাত্র। আর এটিবাংলাদেশের পোশাক খাতকে দাঁড়ানোর আগেই ক্ষতির দিকে নিয়ে যাবে।মর্মান্তিকরানা-প্লাজা ট্রাজেডি প্রসঙ্গে সিনেটর বলেন, এক বছর আগের এ দিনে রানাপ্লাজর ভবন ধসে পুরো বিশ্ব শোকাহত হয়ে পড়েছিলো। ভবনটিতে থাকা কারখানাগুলোধসে ১,১৩০ জন পোশাক শ্রমিক প্রাণ হারায়। ভবন ধসের প্রাণ হানিতেযুক্তরাষ্ট্র জিএসপি বাতিল করে উল্লেখ করে মেনেনডেজ বলেন, ভয়াবহ এট্রাজেডির পরই বাংলাদেশকে ব্যবস্থা নিতে বলা হয়েছিলো। শ্রমিকদের অধিকার ওনিরাপত্তা নিশ্চিত করার শর্তে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিলকরে দেয়।তিনি বলেন, বাংলাদেশ সরকার নতুন শ্রমিক ইউনিয়নগুলোকেরেজিস্ট্রেশন দিলেও তাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা রয়ে গেছে। শ্রমিকদেররক্ষায় রাজনৈতিক স্বদিচ্ছারও ঘাটতি রয়ে গেছে। আর এটি দেশটির শ্রমিকসংগঠনগুলোর কাজকে বাধাগ্রস্থ করছে। চাকরি হারানোর ভয়ে শ্রমিকরা ইউনিয়নেযোগ দিচ্ছে না, অপরদিকে ইউনিয়নের সংগঠকরা তাদের নিরাপত্তা নিয়ে শংকিত। –