শুধু প্রশাসন নয়, ভিক্ষুকদের পুনর্বাসনে বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন

চুয়াডাঙ্গায় তালিকাভুক্ত ভিক্ষুকদের মাঝে পুনর্বাসন কার্ড কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার সাত ইউনিয়নের তালিকাভুক্ত ভিক্ষুকদের মাঝে পুনর্বাসন কার্ড ও কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম ও সহকারি কমিশনার (ভূমি) পুলক কুমার মন্ডল। সদর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লা আল সামীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, তিতুদহ ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন, ইউপি সচিবসহ আরও অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লা আল সামী।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খুলনা বিভাগীয় কমিশনারের উদ্যোগে ওই বিভাগের প্রতিটি জেলা ভিক্ষুক মুক্ত করতে কাজ করছে প্রশাসন। ভিক্ষুকদের পুনর্বাসনে ইতিমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শুধু প্রশাসন নয়, ভিক্ষুকদের পুনর্বাসনে বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। এছাড়া ভিক্ষুকদের স্ব স্ব ইউনিয়ন থেকে ১০ টাকা কেজি চালসহ অন্যান্য ভাতা দেয়ার জন্য চেয়ারম্যানদের বলা হয়েছে। খুব শীঘ্রই খুলনা বিভাগকে ভিক্ষুক মুক্ত করা হবে। পরে সদর উপজেলার সাতটি ইউনিয়নের ৫০ জন ভিক্ষুকদের মাঝে পুনর্বাসন কার্ড ও কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়া সদর উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীরা তাদের একদিনের বেতনের টাকা ভিক্ষুক পুনর্বাসনের জন্য অনুদান প্রদান করেন। উল্লেখ্য, সদর উপজেলায় মোট ভিক্ষুকের সংখ্যা ৪’শ ৮৫ জন। বাকি ভিক্ষুকদের পুনর্বাসন কার্ড স্ব স্ব ইউনিয়ন থেকে বিতরণ করা হবে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা কেএম মামুন উজ্জামান।