শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার বিষয়ে চুয়াডাঙ্গায় তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

স্টাফ রিপোর্টার: শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার বিষয়ে চুয়াডাঙ্গায় তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের আয়োজনে চুয়াডাঙ্গার ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ। প্রশিক্ষণ দেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় প্রশিক্ষক আমিনুল হক বাবুল ও রকিবুল হাসান রবিন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান ইমরোজ মোহাম্মদ শোয়েব ও প্রভাষক আমিরুল ইসলাম। কর্মশালার সমন্বয়কারী প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ তিনদিনের প্রশিক্ষণে অন্তত তিনহাজার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এর আগে গত রোববার আলমডাঙ্গার রামদিয়া উচ্চ বিদ্যালয়, কায়েতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, সোমবার ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয় ও ঘোলদাড়ী মাধ্যমিক বিদ্যালয় এবং গতকাল মঙ্গলবার সরকারি আদর্শ মহিলা কলেজ ও কমলাপুর পিটিআইতে কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।