শুক্রবারেও ইবিতে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি: শুক্রবারেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকরা গতকাল শুক্রবার ক্লাস পরীক্ষায় অংশ নেন।
জানা গেছে, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ বাদে অধিকাংশ বিভাগে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম ছিলো। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকায় দাফতরিক কাজকর্মও ছিলো বন্ধ। পরিসংখ্যান বিভাগের ফৌজিয়া পারভিন জানান, শুক্রবারে ক্লাস নেয়া অবশ্যই একটা ইতিবাচক দিক। আশা করি শিক্ষকরা পরবর্তীতে শুক্রবারে ক্লাস পরীক্ষা নিয়ে একাডেমিক ক্ষতি পুষিয়ে দেবেন। এটা অব্যাহত থাকলে আর সেশনজট থাকবে না।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, অষ্টম জাতীয় বেতন স্কেলে শিক্ষকদের অবমূল্যায়ন ও পুনর্গঠনের দাবিতে শিক্ষকদের কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের যে একাডেমিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্তের আলোকে শুক্রবারে ক্লাস পরীক্ষা নেয়া হয়েছে। এছাড়া শিক্ষকরা কর্মঘন্টা বাড়ানোর বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়েছেন। এটা অচিরেই বাস্তবায়ন হবে।