শিশু ধর্ষণ ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুয়াডাঙ্গা এনসিটিএফ’র স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার: শিশু ধর্ষণ ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি পেশ করেছে এনসিটিএফ চুয়াডাঙ্গা শাখা। গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে সংগঠনটি। এ সময় সংগঠনের সভাপতি সাফ্ফাতুল ইসলাম, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান নিশাত, সহসভাপতি মাহফুজা লুবনা শোভা, শিশু গবেষক আসাদুজ্জামান আসাদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।
স্মারকলিপিতে বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে শিশু নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত জুলাই মাসে দেশে ৩২ শিশু ধর্ষণের শিকার হয়েছে। ওই ঘটনায় মর্মহত হয়ে সংগঠনটি তীব্র নিন্দা জানায়। এছাড়া শিশু হত্যা ও ধর্ষণের সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ সময় জেলা প্রশাসকের সাথে ‘শিশু কথা’ নামক বাক্স সম্পর্কিত একটি প্রজেক্ট নিয়ে আলোচনা হয়। এর মাধ্যমে সংগঠনটি প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের মনোভাব জানতে পারবে। তাদের শ্রেষ্ঠ লেখাগুলো ‘শিশু কথা’ পত্রিকায় প্রকাশ করা হবে। জেলা প্রশাসক সংগঠনটিকে বাক্স দিয়ে সহায়তা করার আশ্বাস দেন বলে জানান সংগঠনের সভাপতি সাফ্ফাতুল ইসলাম।