শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র ও চুয়াডাঙ্গার দুটি স্টেডিয়াম পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। জেলা প্রশাসককে এ সময় চুয়াডাঙ্গা শিশু-কিশোর প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।  গতকাল শনিবার বিকেল ৩টায় তিনি আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামের পাশে মোহামেডান স্পোর্টিং ক্লাব সংলগ্ন শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে এসে এর পরিবেশ ও সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি।

সাঁতার প্রশিক্ষণ বিষয়ে জেলা প্রশাসক বলেন, শহর অঞ্চলের অধিকাংশ ছেলে-মেয়েরা সাঁতার জানে না। হাতের কাছে সাঁতার শেখার এমন একটি সুন্দর ব্যবস্থা জেলাবাসীর জন্য আশীর্বাদ স্বরূপ। তিনি আরও বলেন, বিভাগীয় কমিশনার স্যার, আমার আগের জেলা প্রশাসক ও এলাকার কিছু উদ্যোমী মানুষদের সহয়াতায় গড়ে ওঠা এ প্রতিষ্ঠানের উন্নয়নে সার্বিকভাবে যা করার প্রয়োজন তা করা হবে। আমি আর শুনতে চাই না যে চুয়াডাঙ্গায় সাঁতার না জানায় পানিতে ডুবে কোনো শিক্ষার্থী বা ছেলে-মেয়ে মারা গেছে। জেলা প্রশাসকের সাথে ছিলেন উপ-সচিব চুয়াডাঙ্গা স্থানীয় সরকার আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী অফিসার চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মৃনাল কান্তি দে, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার, সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের ইনচার্জ নাসির আহাদ জোয়ার্দ্দার, মোহামেডান স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক মজিবুল হক মালিক মজু, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ ও চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকগণ। এছাড়া জেলা প্রশাসক চুয়াডাঙ্গা জাফরপুরস্থ চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়াম ও পুরাতন স্টেডিয়াম পরিদর্শন করেন। স্টেডিয়ামের উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাবিলা রোকসানা ছন্দা, খন্দকার টুটুল, রোজিনরা আক্তার সাথী, হাফিজুর রহমান হাপু, আজিজুল হক শিল এবং স্থানীয় ব্যক্তিবর্গ।