শিগগিরই নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হবে

 

স্টাফ রিপোর্টার:স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খুব শিগগিরই নূর হোসেনকেদেশে ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, ভারত আমাদের বন্ধুপ্রতীম দেশ, তাদের সাথেবন্দি বিনিময় বিষয়ে আলোচনা চলছে। আমরা এক ঘণ্টাও সময় নষ্ট করছি না। গতকালশনিবার বিকেলে গাজীপুর কাশিমপুরস্থ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, কাশিমপুর কারাগারে কোনো বন্দি নির্যাতনের ঘটনা নেই।এখানকার কারা পরিবেশ খুব ভালো। এর আগে প্রতিমন্ত্রী কারা অভ্যন্তরে বন্দিপুনর্বাসন ও প্রশিক্ষণের অংশ হিসেবে কারা ডিজিটাল প্রিন্টিং প্রেস উদ্বোধনকরেন। প্রতিমন্ত্রী কারাগারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কয়েকজন বন্দিরসাথে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। পরে মন্ত্রী কারারক্ষীদের সাথেদরবারে মিলিত হন।