শিক্ষকরাই আলোকিত করে তোলেন জাতি ও সমাজ

দর্শনা অফিস: দর্শনা ও আশপাশ এলাকার ৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষককের সাথে মতবিনিময়সভা ও বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দর্শনা ক্লাস্টারের সকল শিক্ষকের আয়োজনে সরকারি প্রাথমিক প্রধান ও সহকারী প্রধান শিক্ষক সমিতির সহযোগিতায় সংবর্ধনাকালে প্রধান অতিথি চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, সুশীল ও আলোকিত সমাজ গঠন, সৃজনশীল দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সুশিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। তাই এ অধিকার শিক্ষকদের মাধ্যমেই ছড়িয়ে পড়ে গোটা জাতির মধ্যে। প্রাথমিক শিক্ষায় শিক্ষা জীবনের প্রথম সিঁড়ি। এ সিঁড়ি বেয়ে উচ্চ শিখরে পৌঁছুতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরাই হচ্ছেন মানুষ গড়ার কারিগর। সুকোমল শিশুর মননে, সুশিক্ষার বীজ বপনের মধ্যদিয়ে নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। দর্শনা ক্লাস্টার প্রধান উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্রনাথ পোদ্দার। ঈশ্বরচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরতি হালসানার উপস্থাপনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের হাতে ক্রেস্ট ও মানপত্র তুলে দেন রমেন্দ্রনাথ পোদ্দার ও বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরজাহান, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্মআহ্বায়ক স্বরুপ দাস, দামুড়হুদা উপজেলার সভাপতি আলাউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জুয়েল। বিদায়ী শিক্ষক শামসুন্নাহার, আ. গণি, লুলু বিলকিস, তানিয়া খাতুন, শাহানা বেগম, সেলিনা খাতুন, হাসিনা আক্তার বানু, আব্দুল ওয়াহেদ ও মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্টসহ সংবর্ধনা দেয়া হয়।