শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে সকলের সহযোগিতা চাইলেন গাংনীর নবাগত র‌্যাব কমান্ডার

গাংনী প্রতিনিধি: র‌্যাব-৬ মেহেরপুরের গাংনী ক্যাম্পের নবাগত কমান্ডার এএসপি উৎপল রায় বলেছেন, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে যাতে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট না করতে পারে তার জন্য র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা সর্বদা জাগ্রত। যেখানেই কোনো অপরাধমূলক ঘটনা ঘটবে সেখানেই পৌছে যাবেন র‌্যাব সদস্যরা। দুর্বৃত্তদের যেমন কঠোর হস্তে দমন করা হচ্ছে তেমনি জনগণের দেখভালের কাজ করবেন তারা। তবে র‌্যাবকে এলাকার সব শ্রেণি-পেশার মানুষকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-৬ গাংনী ক্যাম্পে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। গত ৩ ফেব্রুয়ারি গাংনী ক্যাম্পে যোগদান করেন তিনি।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, মেহেরপুরে কোনো প্রকার নাশকতার ঘটনা নেই। এ পরিবেশ বজায় রাখতে র‌্যাবের সব রকম প্রচেষ্টা অব্যহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী প্রেসক্লাব সভাপতি রজমান আলী, সম্পাদক রেজা আহম্মেদ, সহসভাপতি মজনুর রহমান আকাশ, সাংবাদিক জুলফিকার আলী কানন, আমিরুল ইসলাম অল্ডাম, হারুন-অর-রশিদ রবি, ফারুক আহম্মেদ, মাজেদুল হক মানিক, সাহাজুল সাজু, রেজ-আন-উল বাশার তাপস, মাহবুব আলম, এমএ লিংকন ও এ সিদ্দিকী শাহীন।