শর্মিলা আবারও গ্রেফতার

 

মাথাভাঙ্গা মনিটর: ১৪ বছর ধরে অনশনরত মানবাধিকারকর্মী আইরম ছানু শার্মিলাকে (৪২) মুক্তি দেয়ার দুদিন পর আবারও গ্রেফতার করা হয়েছে।ভারতের মনিপুর রাজ্যে সেনাবাহিনীর ক্ষমতা বাড়িয়ে করা সরকারি একটি আইনবাতিলের দাবিতে একযুগেরও বেশি সময় ধরে অনশনরত শার্মিলাকে আটকাদেশ থেকেমুক্তির নির্দেশ দেয় স্থানীয় একটি আদালত। এর পরিপ্রেক্ষিতে তাকে মুক্তিদেয়া হয়েছিলো।গত শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, নারীপুলিশের একটি দল প্রাদেশিক রাজধানী ইম্ফল থেকে অনশনরত অবস্থায়শর্মিলাকে জোর করে জিপে তুলে নিয়ে যায়।

তার অনশনকে ‘আত্মহত্যারপ্রচেষ্টা’ উল্লেখ করে আইনপ্রয়োগকারী সংস্থার দায়ের করা অভিযোগপ্রত্যাখ্যান করে আদালত তাকে মুক্তির নির্দেশ দিলে গত বুধবার তিনি মুক্তিপেয়েছিলেন।মুক্তি পেয়েই তিনি সরকার যতোদিন তার দাবি মেনে না নেবে ততোদিন অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।ভারতেরউত্তর-পূর্বাঞ্চলীয় মনিপুর রাজ্যে মোতায়েন থাকা সেনাবাহিনীকে জরুরি ক্ষমতাদিয়ে একটি আইন চালুর প্রতিবাদে ২০০০ সাল থেকে অনশন করে আসছেন শার্মিলা।ওই অনশনকে ‘আত্মহত্যার চেষ্টা’ অভিযোগ করে ২০০২ সালে তাকে পুলিশ আটক করে।