শতবর্ষে প্রথম পদক ওয়াহিদা রেহমানের

মাথাভাঙ্গা মনিটর: ভারতীয় সিনেমার শতবর্ষ পূর্তি উপলক্ষে ‘সেনটিনারি অ্যাওয়ার্ডস’ আসরে চলচ্চিত্রে অবদান এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে প্রথম পদকটি পাবেন সিনিয়র অভিনেত্রী ওয়াহিদা রেহমান। ইমস অফ ইন্ডিয়া জানায়, ওই পদকের সাথে পুরস্কার হিসেবে থাকছে ১০ লাখ রুপি। এ পদকের তুলনা করা হচ্ছে দাদাসাহেব ফালকে পদকের সাথে। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী মনীষ তিওয়ারি সম্প্রতি টুইট করেন, ওয়াহিদা রেহমানকে আমার শুভেচ্ছা। ভারতের সেনটিনারি অ্যাওয়ার্ডসের প্রথম পদক গ্রহণ করবেন তিনি। ভারতীয় সিনেমার শতবার্ষিকী উপলক্ষে যারা চলচ্চিত্রে অবদান রেখেছেন তাদের সম্মান জানানো হবে। এ পদকের সাথে পুরস্কার হিসেবে থাকছে ১০ লাখ রুপি।
                ১৯৭২ সালে পদ্মশ্রী এবং ২০১১ সালে পদ্মভূষণ পদক পেয়েছিলেন ওয়াহিদা রেহমান। রেশমা অর শেরা সিনেমায় অভিনয় করে ১৯৭১ সালে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার জয় করেন তিনি। ১৯৬৬ সালে ‘গাইড’ এবং ১৯৬৮ সালে ‘নীল কমল’ সিনেমার জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস আসরে সেরা অভিনেত্রী নির্বাচিত হন তিনি। ১৯৫৯ সালে গুরুদত্ত পরিচালিত ‘কাগজ কি ফুল’ এবং ‘পিয়াসা’ এবং ১৯৬২ সালে সত্যজিৎ রায়ের অভিযানে অভিনয় করেছেন ওয়াহিদা রেহমান।