ল্যাপটপ চুরির অভিযোগে চুয়াডাঙ্গা বেলগাছির নুরজাহান আটক

স্টাফ রিপোর্টার: ল্যাপটপ চুরির অভিযোগে চুয়াডাঙ্গা বেলগাছির নুরজাহান বেগমকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে আটক করে থানা নেয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার বনানীপাড়ার আবু তাহেরের ছেলে রায়হান উদ্দিনের লিনোভো নামের একটি ল্যাপটপ চুরি হয় গত ৫ ফেব্রুয়ারি। এ ঘটনায় ওই দিনই রায়হান থানায় লিখিত অভিযোগ করেন। গতকাল আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুরের শহিদুল ইসলামের ছেলে সোহেল ল্যাপটপের সন্ধান দেন। সোহেল জানান, ৬ ফেব্রুয়ারি ল্যাপটপটি তিনি ৮ হাজার টাকা কেনেন। ল্যাপটপে রায়হানের ছবি দেখে সোহেলের সন্দেহ হয়। পরে সোহেল পুলিশকে জানালে সদর থানার এএসআই তকিবুর রহমান ল্যাপটপসহ সোহেলকে থানায় নেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলাগাছি গ্রামের মৃত খোদা বকসের স্ত্রী নুরজাহান বেগমকে। নুরজাহান ল্যাপটপ চুরির কথা স্বীকার করে বলেছেন, রায়হানের বাড়ি থেকে ল্যাপটপ চুরি করে ৮ হাজার টাকায় সোহেলের কাছে বিক্রি করেছি।