লেবাননে বোমা হামলায় সাবেক মন্ত্রী নিহত

স্টাফ রিপোর্টার: বৈরুতে একটি গাড়িবোমা হামলায় লেবাননের সাবেক মন্ত্রী এবং বিরোধীদলের নেতা মোহাম্মাদ চাতাহ নিহত হয়েছেন। এছাড়াও নিহত হয়েছেন আরও ৪ জন। আহতের সংখ্যা কমপক্ষে ৫০। তিনি সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরির উপদেষ্টা ছিলেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং হিজবুল্লাহর কট্টর সমালোচক ছিলেন তিনি। সিরিয়া গৃহযুদ্ধকে কেন্দ্র করে লেবাননে শিয়া-সুন্নী সাম্প্রদায়িক উত্তেজনা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। হামলার ঘটনা ঘটছে প্রায়ই। সাদ হারিরি হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছেন। উল্লেখ্য, তিন সপ্তা পর সাদ হারিরির পিতা এবং সাবেক প্রেসিডেন্ট রফিক হারিরি হত্যার ঘটনায় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে যাচ্ছে ৫ হিজবুল্লাহ সন্দেহভাজন। ২০০৫ সালের ফেব্রুয়ারিতে একটি গাড়ি বোমা বিস্ফোরণে তিনি মারা যান। হিজবুল্লাহ রফিক হারিরির মৃত্যুতে সম্পৃক্ত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।