লুকায়িত প্রতিভা খুঁজে বের করতেই এ প্রতিযোগিতার আয়োজন

চুয়াডাঙ্গায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরুস্কার বিতরণকালে জেলা প্রশাসক সায়মা ইউনুস

 

বখতিয়ার হোসেন বকুল: চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্ট্যাডিজ ও মুক্তিযুদ্ধ এ ৪ বিষয়ের ওপর ৩ গ্রুপের (‘ক’ গ্রাপ-৬ষ্ঠ থেকে ৮ম, ‘খ’ গ্রুপ-৯ম থেকে ১০ম এবং ‘গ’ গ্রুপ-একাদশ ও দ্বাদশ) শ্রেণির মোট ৪৮ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেয়। ভাষা ও সাহিত্যে ‘ক’ গ্রুপ থেকে চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র রায়হান নূর, ‘খ’ গ্রুপ থেকে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ফারজানা আলম মিম এবং ‘গ’ গ্রুপ থেকে হাসাদহ মডেল ফাজিল মাদরাসার একাদশ শ্রেণির ছাত্র আব্দুর রহিম প্রথমস্থান লাভ করেছে। বাংলাদেশ স্ট্যাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে ‘ক’ গ্রুপ থেকে আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী জারিন তাসনীম মৌ, ‘খ’ গ্রুপ থেকে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী সামিহা সিদ্দিকা এবং ‘গ’ গ্রুপ থেকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র নাসিম রেজা প্রথমস্থান লাভ করেছে। বিজ্ঞানে ‘ক’ গ্রুপ থেকে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তাজমিন নাহার, ‘খ’ গ্রুপ থেকে একই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া সন্ধ্যা এবং ‘গ’ গ্রুপ থেকে দর্শনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র তানবীর ইসলাম প্রথমস্থান লাভ করেছে। গণিত ও কম্পিউটারে ‘ক’ গ্রুপ থেকে হাসাদহ বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী রোকেয়া খাতুন মৌ, ‘খ’ গ্রুপ থেকে জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী নুসরাত জাহান এবং ‘গ’ গ্রুপ থেকে দর্শনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল লুমান প্রথমস্থান লাভ করেছে। প্রতিযোগিতায় বিচারক মণ্ডলীর দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, এসএম ইস্রাফিল হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, এআই মোতাচ্ছিম বিল্লাহ, ইমতিয়াজ আলী, আশরাফ হোসেন, আরও আলমগীর হোসেন, এপি আশরাফুল কবির, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোহেল আহম্মেদ, এডিএফও আতাউর রহমান, আনোয়ার হোসেন এবং ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূরুল ইসলাম। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা সুপ্ত মেধার বিকাশ ঘটাতেই বর্তমান সরকার এই প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে। মেধার সাথে মেধার এই প্রতিযোগিতার মাধ্যমে প্রকৃত মেধাবীদের খুঁজে বের করে তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে। গ্রাম থেকে শহর পর্যন্ত সামনভাবে প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা হয়েছে। তিনি বিজয়ীদের উদ্দেশে আরও বলেন, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে বিজয়ী হয়ে তোমাদের চুয়াডাঙ্গা জেলার সম্মান বৃদ্ধি করতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোহেল আহম্মেদ।