লিসবনের পথে মৌসুমী রহমান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমান পাকিস্তান ছেড়েছেন। তিনি এখন লিসবনের পথে। বাংলাদেশের সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তার পর্তুগালের রাজধানীতে পৌঁছানোর কথা।
পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ সন্ধ্যায় মুঠোফোনে জানান, আগামী সপ্তাহে মৌসুমী বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর হিসেবে কাজে যোগ দেবেন। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ঢাকা থেকে পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে প্রত্যাহারের জেরে ইসলামাবাদ গত মঙ্গলবার বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশে ফিরিয়ে নিতে বলে। ফারিনাকে প্রত্যাহারের জের ধরে পাকিস্তান যে পাল্টা পদক্ষেপ নেবে, সরকার এটি আগেভাগেই আঁচ করতে পেরেছিলো। তাই সরকার ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মৌসুমী রহমানকে ঢাকায় না এনে লিসবনে বদলির সিদ্ধান্ত নিয়েছিলো।