লিবিয়া থেকে ফিরলেন ৪৩ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার: অস্থিতিশীল পরিস্থিতির কারণে লিবিয়াথেকে গতকাল বৃহস্পতিবার ৪৩ জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। তারা সবাই লিবিয়ায়বেনগাজির হুন্দাই কোম্পানিতে চাকরি করতেন।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সহকারী পরিচালকজাহিদ আনোয়ার বিকেলে এ তথ্য জানান। তিনি বলেন, লিবিয়ায়বর্তমানে যুদ্ধাবস্থা বিরাজ করছে। নিরাপত্তার কথা বিবেচনা করে হুন্দাইকোম্পানি ৪৩ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে।

তবে ফিরে আসা বাংলাদেশিরা জানিয়েছেন, ওই কোম্পানিতে ২শ বাংলাদেশি চাকরি করতেন। বাকিরা ফেরত না এসে পালিয়ে গেছেন।কয়েক মাস ধরেই লিবিয়ায় ইসলামপন্থী ও ন্যাশনাল আর্মির মধ্যে সংঘর্ষ চলছে।দু পক্ষই ভারী আগ্নেয়াস্ত্র, স্বল্প পাল্লার মিসাইল নিয়ে যুদ্ধ করছে।প্রায়ই এসব গুলি ও মিসাইল লক্ষ্যচ্যুত হয়ে সাধারণ মানুষের প্রাণহানিঘটাচ্ছে। এর মধ্যে গত ১৩ জুলাই থেকে সংঘর্ষের তীব্রতা বেড়েছে। লিবিয়ারআন্তর্জাতিক বিমানবন্দরের দখল নিয়ে দু পক্ষই এখন লড়াই করছে।