লিবিয়ায় মার্কিন দূতাবাস বন্ধ

 

 

মাথাভাঙ্গা মনিটর: ত্রিপোলিতেপ্রতিদ্বন্দ্বী দুটি জঙ্গি গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের পরিপ্রেক্ষিতেনিরাপত্তাজনিত কারণে লিবিয়ায় মার্কিন দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল শনিবারমার্কিন পররাষ্ট্র দফতরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ওইপ্রতিবেদনে বলা হয়, লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অবস্থিত যুক্তরাষ্ট্রেরদূতাবাস বন্ধের পাশাপাশি মার্কিন নাগরিকদের লিবিয়ায় ভ্রমণে নিষেধাজ্ঞাওজারি করেছে দেশটির পররাষ্ট্র দফতর।এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রদফতরের মুখপাত্র ম্যারি হার্ফ জানান, ত্রিপোলিতে মার্কিন দূতাবাসে আগেথেকেই লোকবল সীমিত ছিলো। শেষ পর্যন্ত যারা ছিলেন তাদের শনিবার ভোরেতিউনিশিয়ায় পাঠিয়ে দেয়া হয়।২০১২ সালের সেপ্টেম্বরে লিবিয়ার বেনগাজিতেমার্কিন কনস্যুলেটে হামলায় তৎকালীন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চারমার্কিন নাগরিক নিহত হন।