লাল সবুজের পক্ষ থেকে আলীপুর স্কুলে মাদক ইভটিজিং বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

স্টাফ রিপোটার: শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত লাল সবুজ উন্নয়ন সংঘ স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে এগিয়ে চলেছে সাফল্যের দিকে। শিক্ষাক্ষেত্রে এ সংস্থার পক্ষ থেকে ব্যাপকভাবে সহায়তা প্রদান করা হয়ে থাকে। লাল সবুজ উন্নয়ন সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে জীবননগর উপজেলার আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ে মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গত শনিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছুতে পারে না। উন্নয়নের মূল চাবিকাঠিই হচ্ছে শিক্ষা। যে জাতি যত শিক্ষিত, সে জাতি ততই উন্নত। প্রকৃত শিক্ষাই দিতে পারে জীবন চলার সঠিক দিক নির্দেশনা। তাই আসুন দেশ ও জাতির উন্নয়নে আমাদের সন্তানকে সুশিক্ষার আলোকে গড়ে তুলি। অনুুুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদের প্রধান, প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন, সহকারী শিক্ষক আবুল হাসেমসহ সকল শিক্ষকবৃন্দ। এছাড়াও সংগঠনের জেলা শাখার সভাপতি রাসেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক আবিদ হাসান রিফাত, ধর্ম সম্পাদক হৃদয়, সদস্য মৃদুল, রাসেল রানা, সাকিবুল, আলমগীর প্রমুখ।