লাঠি খেলা উৎসবকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে সংবাদ সম্মেলন

কুষ্টিয়া প্রতিনিধি: আবহমানকাল ধরে লালিত গ্রাম-বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম বাহন লাঠি খেলা উৎসব-২০১৬ দেশব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ লাঠিয়াল বাহিনী।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের তমিজ উদ্দিন মার্কেটে বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তাজু লিখিত বক্তব্য পাঠকালে জানান, নানা সীমাবদ্ধতা ও ঘাত-প্রতিঘাত মোকাবেলা করে লাঠি খেলার ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশ লাঠিয়াল বাহিনী কাজ করে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এ বছরেও সংগঠনের উদ্যোগে আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি লাঠি খেলা উৎসবের আয়োজনকে অধিকতর উপভোগ্য ও সমৃদ্ধ আকারে সম্পন্ন করার পাশাপাশি দেশ-বিদেশে এর চিত্র তুলে ধরার আহ্বান এবং রাষ্ট্রীয় পর্যায়ের সংশ্লিষ্ট মহলের কাছে পৃষ্ঠপোষকতা কামনা করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন লাঠিয়াল বাহিনীর সহসভাপতি মজিবর রহমান, ডা. সাহানা আক্তার মিনি, শাহিনা সুলতানা দ্বিজু, আলাউদ্দিন আলাল প্রমুখ।