লন্ডনে থিয়েটার হলের ছাদ ধসে আহত ৯০

মাথাভাঙ্গা মনিটর: লন্ডনের বিখ্যাত অ্যাপোলো থিয়েটার হলের ছাদের একটি অংশ ধসের ঘটনায় কমপক্ষে ৯০ জন আহত হয়েছেন। এ সময় হলটি দর্শকপূর্ণ ছিলো। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। অধিকাংশ দর্শকই মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। থিয়েটার হলটিতে তখন ‘দ্য কিউরিয়াস ইনসিডেন্ট অব দ্য ডগ ইন দ্য নাইট-টাইম’ নাটকটি মঞ্চস্থ হচ্ছিলো। ছাদটি ধসে পড়ার সময় সেখানে ৭২০ জন দর্শক ছিলেন। ১৯০১ সালে নির্মিত থিয়েটার হলটির আসন সংখ্যা ৭৭৫টি। নাটকটি মঞ্চস্থ হওয়ার সময় হলটি প্রায় পূর্ণ ছিলো। ছাদটি ধসে পড়ার আগে ফাটলের শব্দ শোনা গেছে। শব্দ হওয়ার পরই ছাদের একটি অংশ ধসে পড়ে। দুর্ঘটনাটি ঘটার অল্প সময়ের মধ্যে পুলিশ, দমকল বাহিনী, চিকিৎসক ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। অধিকাংশের আঘাত তেমন গুরুতর ছিলো না। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের ছেড়ে দেয়া হয়।