লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা খারিজ

মাথাভাঙ্গা অনলাইন: পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বিকাল ৪টায় মহানগর হাকিম হাসিবুল হক ফোজদারি কার্যাবিধির ২০৩ ধারায় আদালত মামলাটি খারিজ করে দেন। 
মামলাটির আদেশে আদালত বলেন, লতিফ সিদ্দিকী রাজনীতিক ব্যক্তিত্ব। যাদের হত্যার হুমকি দেয়া হয়েছে এ ধরনের কর্মী কেউ বাদী নয়।

সুপ্রিমকোর্টের আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল বাদী হয়ে বৃহস্পতিবার সকালে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে বিকালে বিচারক এ আদেশ দেন।

আদেশের প্রতিক্রিয়ায় গাজী কামরুল ইসলাম বলেন, বাদীসহ সারা বাংলাদেশের বিচারপ্রার্থী মানুষ হতাশ হয়েছে। এ রায়ে আমি উদ্বিগ্ন ও শংকিত। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট আওয়ামী লীগ আয়োজিত এক শোকসভায় দলের সভাপতিমন্ডলীর সদস্য পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী হুঁশিয়ারি করে বলেন, “আর কেউ হরতাল ডাকলে বাড়িতে ঢুকে হত্যা করা হবে।”