র‌্যাবের তিন কর্মতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

 

স্টাফ রিপোর্টার: কথিত বন্দুকযুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানা ছাত্রলীগ সভাপতি আরজু মিয়া নিহতের ঘটনায়  ৱ্যাবের তিন কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে আরজু মিয়ার বড় ভাই মাসুদ রানা মামলাটি দায়ের করেন। মামলায় অপহরণের পর বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগ আনা হয়েছে। আদালত অভিযোগ দাখিলের পর প্রাথমিক শুনানি হয়েছে। তবে আদালত কোনো আদেশ দেননি। নথি পর্যালোচনা করে আদেশ পরে জানানো হবে বলে আদালত সূত্রে জানা গেছে। মামলায় অভিযুক্তরা হলেন- ৱ্যাব-২’র অধিনায়ক লে. কর্নেল মাসুদ রানা, ডিএডি শাহেদুর রহমান ও পরিদর্শক ওয়াহিদ এবং ৱ্যাব-২’র সোর্স রতন। প্রসঙ্গত, গত ১৭ আগস্ট ৱ্যাবের সাতে কথিত বন্দুকযুদ্ধে হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া নিহত হন। মোবাইলফোন চুরির অপবাদে স্থানীয় এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে আরজুকে গ্রেফতার করার পরদিনই এ বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।