রোয়াকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম নৈশপ্রহরী মিনারুল ইসলাম মারামারি মামলায় গ্রেফতার

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার রোয়াকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম নৈশপ্রহরী মিনারুল ইসলাম মারামারি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন। দীর্ঘ ২৬ দিন পলাতক থাকার পর গতকাল বুধবার আদালতে হাজিরা দিতে গেল তাকে গ্রেফতার করা হয়।

গ্রামসূত্রে জানা গেছে, রোয়াকুলি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মিনারুল ইসলাম রোয়াকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম নৈশপ্রহরী। গত ১২ মে গ্রামে ক্যারাম খেলাকে কেন্দ্র করে মিনারুল গং একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে আমির হোসেন, জালাল হোসেন, রাজিব, আসান, আক্তারুলসহ বেশ কয়েকজনকে ধরে পেটায়। এ ব্যাপারে আমির হোসেন বাদী হয়ে গত ১৯ মে আদালতে মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে মিনারুল পলাতক ছিলেন। গতকাল বুধবার ওই মামলায় আদালতে হাজিরা দিতে গেলে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, গ্রামবাসীদের অনেকে অভিযোগ করে বলেছেন, গত ২৬ দিন পলাতক থাকার পরও মিনারুল কিভাবে বিদ্যালয়ের উপস্থিতপত্রে স্বাক্ষর করলো তার তদন্ত প্রয়োজন।