রেলমন্ত্রী আইসিইউতে : স্ত্রীর দোয়া কামনা

স্টাফ রিপোর্টার: রেলমন্ত্রী মুজিবুল হকের অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) নেয়া হয়েছে। রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জসিম উদ্দিন সাংবাদিকদের এ বিষয়টি জানিয়েছেন। এদিকে স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আখতার। ডাক্তারের বরাত দিয়ে রেলমন্ত্রীর সহকারী জানান, গত বৃহস্পতিবার মন্ত্রীকে হাসপাতাল থেকে রিলিজ দেয়ার কথা ছিলো। তার লিভারে কয়েকটি ক্ষত ধরা পড়েছে। তার শারীরিক উন্নতি হলেও হঠাৎ শরীরিক অবস্থার অবনতি হয়। এজন্য তাকে আইসিইউতে নেয়া হয়েছে। গত ১৬ জুলাই রাতে কুমিল্লায় অসুস্থ হয়ে পড়লে মন্ত্রীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ওই রাতেই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। এরপর সিএমএইচের চিকিৎসকদের পরামর্শে মন্ত্রীকে ১৭ জুলাই ভোর ৫টায় সিঙ্গাপুর পাঠানো হয়েছে। মন্ত্রীর সাথে স্ত্রী হনুফা আক্তার রিক্তা ও একান্ত সচিব কিবরিয়া মজুমদার রয়েছেন।