রেলবাজারে ফেনসিডিল উদ্ধার : শরীফের বিরুদ্ধে মামলা

 

দর্শনা অফিস: চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়েছে দর্শনা রেলবাজার এলাকায়। পুলিশ বাজারের কাচামাল আড়তপট্রি থেকে উদ্ধার করেছে ফেনসিডিল। ফেনসিডিল পাচারের অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে জয়নগর ভাণ্ডারের মালিক শরীফ উদ্দিনের বিরুদ্ধে। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহীম আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা রেলবাজারের জয়নগর ভাণ্ডারে। এসআই ইব্রাহীম বলেছেন, জয়নগর ভাণ্ডারে কাচামালের বস্তায় কৌশলে ফেনসিডিল পাচারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ৪২ বোতল ফেনসিডিল। এ সময় কৌশলে পালিয়েছে জয়নগর ভাণ্ডারের সত্ত্বাধিকারী শরিফ উদ্দিন। এ ঘটনায় এসআই ইব্রাহীম আলী বাদি হয়ে গতকালই শরীফ উদ্দিনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।