রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন : চুয়াডাঙ্গার সমাবেশে আনিসুর রহমান মল্লিক

মার্কস-লেলিন মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে শ্রমিক শ্রেণির রাষ্ট্রেই মিলবে মুক্তি
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন করা হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্সপাটি চুয়াডাঙ্গা জেলা শাখ এ দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শতবর্ষ উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় আয়োজিত সমবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক বক্তব্য দিতে গিয়ে বলেন, শ্রমিক কৃষকের রাষ্ট্র ছাড়া শ্রমজীবী মানুষের মুক্তি নেই। তাই শ্রমিক শ্রেণির পাডির্টর নেতৃত্ব প্রতিষ্ঠায় শ্রমিক কৃষকদের রাষ্ট্র গড়ার লেলিন যে পথ দেখিয়েছে তাই মার্কসবাদ, লেলিন বাদ। এদেরমতাদর্শে উদ্বুদ্ধ হয়ে শ্রমিক শ্রেণির রাষ্ট্র প্রতিষ্ঠার জোট বাধতে হবে। আমাদের শোষনমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। জয় শ্রমিক শ্রেণির হবেই।
সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম, সাদারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন বিশ্বাস, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদদক কমরেড জামাত আলী, জেলা যুবমৈত্রির সভাপতি মামুন অর রশিদ, জেলা ছাত্রমৈতির সভাপতি আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন।