রাষ্ট্রপতি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন : ফখরুল

স্টাফ রিপোর্টার: সংলাপ ও নির্বাচন নিয়ে জাতিসংঘের মহাসচিবকে আশ্বস্ত করে রাষ্ট্রপতি যেবক্তব্য দিয়েছেন, তার মাধ্যমে তিনি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বলেমন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তাঁর মতে, রাষ্ট্রপতির এ বক্তব্য ‘আওয়ামী লীগের নেতাদের ভার্সন’। গতকালশনিবার সকালে রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতিসংঘের সদর দফতরে সংস্থাটিরমহাসচিব বান কি মুনকে বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের ফলাফল বাংলাদেশের জনগণমেনে নিয়েছে। রাষ্ট্রপতির এ বক্তব্যের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি সংলাপ, নির্বাচন নিয়ে যে তথ্য দিয়েছেন, তাতে জনগণের আশা ভঙ্গহয়েছে। জনগণ দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়।রাষ্ট্রপতি আস্থার জায়গা রাখেননি মন্তব্য করে ফখরুল বলেন, রাষ্ট্রপতিদল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের জন্য কাজ করবেন বলে তাঁরা আশা করেন।রাজধানীর একটি হোটেলে বিএনপির রাজনৈতিক কর্মশালা উদ্বোধনকালে ফখরুল এসব কথা বলেন।পরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতিআবদুল হামিদকে আওয়ামী লীগের নেতাদের মধ্যে ‘বেটার’ মনে করা হয়। যখন তিনিরাষ্ট্রপতির শপথ নেন, তখন নিরপেক্ষ থাকার শপথ নেন। এখন বিদেশে গিয়েজাতিসংঘের মহাসচিবকে বলছেন, ৫ জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে।রাষ্ট্রপতির উদ্দেশে মির্জা ফখরুল প্রশ্ন রাখেন, কোথায় দেখলেন ৫জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে?গোটা দেশের মানুষ নির্বাচন বর্জনকরেছে।