রাশিয়ায় ১৯ আরোহীসহ হেলিকপ্টার বিধ্বস্ত

 

মাথাভাঙ্গা মনিটর: রাশিয়ারউত্তর-পশ্চিমাঞ্চলীয় মুরমানাস্ক অঞ্চলে ১৯ জন আরোহীসহ একটি এমআই-৮হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাতদিয়ে জানা গেছে,বিধ্বস্ত হেলিকপ্টারটিতে ১৪যাত্রী ও পাঁচজন ক্রু ছিলো। যাত্রীদের মধ্যে আঞ্চলিক সহকারী গভর্নরসহবিভিন্ন পদের কর্মকর্তারা রয়েছেন।এ দুর্ঘটনায় দুজন প্রাণে রক্ষাপেয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ দুজনকে স্থানীয়মৎস্যজীবীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তবে দুর্ঘটনাস্থল থেকেসবচেয়ে কাছের শহরটি ৮০ কিলোমিটার দূরে হওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহতহচ্ছে। বাকি ১৭ জন আরোহীর ভাগ্যে কী ঘটেছে এবং কীভাবে হেলিকপ্টারটিদুর্ঘটনায় পড়েছে তা জানা যায় নি।এদিকে আরেকটি সূত্র ইন্টারফ্যাক্সকেজানিয়েছে, রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় মুনোজেরো শহরের কাছে তেরস্কি জেলায়হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এবং দুর্ঘটনার সময় এতে ১৮ জন যাত্রী ছিলো।বেসামরিক ব্যবস্থাপনায় পরিচালিত হেলিকপ্টারটিতে বিভিন্ন স্থান থেকে যাত্রীনামানো-ওঠানো হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।