রাশিয়ায় রেলস্টেশনে আত্মঘাতী বোমায় নিহত ১৪

মাথাভাঙ্গা মনিটর: রাশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ভলগোগ্রাদ শহরের রেলস্টেশনের প্রবেশপথে এক নারী আত্মঘাতী বোমা হামলাকারীর রাশিয়ায় শীতকালীন সোচি অলিম্পিকের প্রস্তুতির এ সময়ে মাত্র তিনদিনের মধ্যে এটি দ্বিতীয় বোমা হামলার ঘটনা। রাষ্ট্রীয় তদন্ত কমিটি বলেছে, ভলগোগ্রাদ রেলস্টেশনে প্রধান প্রবেশপথের কাছে বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায় হামলাকারী। টিভি ফুটেজে ঘটনাস্থলে কমলা রঙের আগুনের কুণ্ডলী এবং ভাঙা জানালা দিয়ে ধোঁয়া বেরিয়ে আসতে দেখা গেছে। ১০ লাখ মানুষ অধুষ্যিত ভলগোগ্রাদের দূরত্ব সোচি থেকে প্রায় ৪৩০ মাইল উত্তরপূর্বে। সোচিতে ৭ ফ্রেবুয়ারিতে শীতকালীন অলিম্পিক শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে ২১ অক্টোবরে ভলগোগ্রাদে আরেকটি নারী আত্মঘাতী বোমা হামলায় ৭ জন নিহত হয়। এরপর গত শুক্রবার সোচি থেকে ২৭০ কিলোমিটার পূর্বে পায়াতিগ্রস্ক শহরে গাড়িবোমা হামলায় নিহত হয় তিনজন। রুশ তদন্তকারীদের এক মুখপাত্র এক বিবৃতিতে গত রোববারের বোমা হামলায় ১৪ জন নিহত হওয়ার কথা জানান। তবে আঞ্চলিক গভর্নর নিহতের সংখ্যা ১৫ উল্লেখ করেছেন। ওদিকে, স্বাস্থ্যমন্ত্রণালয়ের মুখপাত্র রোশিয়া-২৪ টিভি চ্যানেলকে বলেন, হামলায় ৪২ জন আহত হয়েছে। ২০১১ সালের পর রাশিয়ায় এ হামলাটিই সবচেয়ে প্রঅণঘাতী হামলা। ওই সময় ইসলামপন্থি বিদ্রোহীরা মস্কো বিমানবন্দরে হামলা চালিয়ে ৩৭ জনকে হত্যা করে।