রাশিয়াও পর্যবেক্ষক পাঠাচ্ছে না

মাথাভাঙ্গা মনিটর: ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ ও যুক্তরাষ্ট্রের পর রাশিয়াও আগামী দশম জাতীয় সংসদ নির্বাচেন পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার নিকোলাইভ নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীনের সাথে সাক্ষাত্কালে তাদের এ অবস্থানের কথা জানিয়েছেন। পরে বৈঠক শেষে সিইসি কাজী রকিবউদ্দীন গণমাধ্যমকে রাশিয়ার এ অবস্থানের কথা বলেছেন। সিইসি জানান, রাশিয়া পর্যবেক্ষক না পাঠানোর কারণ হিসেবে বলেছে, জানুয়ারির ১১ তারিখ পর্যন্ত বড়দিনের ছুটি থাকায় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো সম্ভব হবে না। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে পর্যবেক্ষক না পাঠানোর ঘোষণা দেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) পর্যবেক্ষক পাঠাবে না বলে জানিয়েছে।