রানা প্লাজা ট্রাজেডির ঘটনায় সিআইডির চার্জশিট

 

স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারের বহুল আলোচিত রানা প্লাজা ট্রাজেডির ঘটনায় করা দু মামলায় আদালতে পৃথক চার্জশিট দাখিল করেছে সিআইডি। গত সোমবার বেলা সাড়ে ৩টায় ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দুটি দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণকর। এর মধ্যে হত্যা মামলায় রানা প্লাজার মালিক সোহেল রানাসহ ৪১ জনকে আসামি করা হয়েছে।

এদিকে ইমারত নির্মাণ আইনে রানাসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। এ হিসেবে দুই মামলার আসামি ৫৯ জন। কিন্তু তাদের মধ্যে ১৭ জনের নাম উভয় মামলার অভিযোগপত্রে থাকায় ব্যক্তি হিসেবে আসামি ৪২ জন। মামলা দুটির আসামিদের মধ্যে রানাসহ চারজন ছাড়া সব আসামি জামিন নিয়ে কারাগারের বাইরে রয়েছে। এ দুটি মামলায় ২৬ জন আসামি পলাতক রয়েছেন। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়লে হাজারের বেশি শ্রমিক মারা যান। আহত হন সহস্রাধিক।