রাতের আঁধারে তৈরি হলেও দিনে ভাঙচুর করেছে উত্তেজিত জনতা

মেহেরপুর হঠাৎপাড়া জামে মসজিদের পাশে ভাটিখানা!

 

মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার হঠাৎপাড়া জামে মসজিদের পশ্চিশপাশে ভাটিখানা তৈরি করায় এলাকাবাসী ফুঁসে উঠেছে। উত্তেজিত জনতা রাতারাতি তৈরি করা ভাটিখানাটি ভাঙচুর করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুরে।

এলাকাবাসী জানায়, মেহেরপুর শহরের হঠাৎপাড়া জামে মসজিদের খুব কাছাকাছি রাতারাতি কে বা কারা ভাটিখানা (মদ ও তাড়ি বিক্রির জায়গা) তৈরি করে। সকালে বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা ভাটিখানার মালিক কে হচ্ছেন তা অনুসন্ধান করার চেষ্টা করে। তারা জানতে পারেন ওই ভাটিখানা তৈরি করেছেন দীঘিরপাড়ার আরিফ ও বোসপাড়ার দুখু। তার আগেই দুপুর ১২টার দিকে হঠাৎপাড়া, চক্রপাড়া ও কাশ্যবপাড়া এলাকার লোকজন ভাটিখানাটি ভেঙে ফেলে। ওই স্থানটি এলাকার ওয়াজ ব্যাপারীর। তারা ওই জমি লিজ নিয়ে রাতের আঁধারে ভাটিখানা তৈরি করেছিলো। এলাকাবাসী আরো জানায়, একই স্থানে মেহেরপুর আহলে হাদিসের ঈদগা তৈরির জন্য জমি কেনা আছে।