রাজস্বের হিসাবে ৬ হাজার কোটি টাকার গড়মিল

স্টাফ রিপোর্টার: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রদত্ত রাজস্ব আদায়ের হিসাবের সাথে মিলছে না মহা-হিসাব নিয়ন্ত্রক অফিসের (সিজিএ) হিসাব। অতীতে এ পার্থক্য কম অঙ্কের মধ্যে থাকলেও গত ২০১২-১৩ অর্থবছরের হিসাবে এ গড়মিল হয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকার। এনবিআরের হিসাব অনুযায়ী, গত অর্থবছরে রাজস্ব আদায়ের পরিমাণ ১ লাখ ৯ হাজার ২১৬ কোটি টাকা। অন্যদিকে সিজিএ’র হিসাবে এ পরিমাণ ১ লাখ ৩ হাজার ৪৭৯ কোটি টাকা। অর্থাৎ গড়মিল হয়েছে ৫ হাজার ৭০০ কোটি টাকা।  সিজিএ’র হিসাব অনুযায়ী, গত অর্থবছর এনবিআর যে আয় দেখিয়েছে তার চেয়ে প্রায় ৬ শতাংশ কম টাকা জমা হয়েছে সরকারি কোষাগারে। এ গড়মিলের বেশিরভাগই মূল্য সংযোজন কর (ভ্যাট) খাতে। একই বিষয় নিয়ে রাজস্ব আহরণকারী এবং গ্রহণকারী দু সরকারি সংস্থার মধ্যে ব্যাপক ফারাকের ঘটনায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) উদ্বেগ প্রকাশ করেছে। হিসাবের এ বিশাল গড়মিলে বিব্রত খোদ এনবিআর। এ বিষয়ে সম্প্রতি সিজিএ’র সাথে বৈঠক করেছে এনবিআর। বৈঠকে এর কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটি পরীক্ষামূলকভাবে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের গত অর্থবছরের হিসাব পরীক্ষা করে দেখা হবে। এছাড়া মাঠ পর্যায়ে তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর সূত্র।