রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনলাইনে প্রথম বর্ষে ভর্তি ফরম পূরণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে। তবে ভর্তির অন্যান্য কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে সম্পন্ন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক জানান, চলতি শিক্ষাবর্ষে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admission.ru.ac.bd) থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ফরম পূরণ করতে হবে। ভর্তি ফরম পূরণের পর নির্ধারিত ফি বাবদ প্রয়োজনীয় অর্থ যেকোনো তফশিলভুক্ত বাণিজ্যিক ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সাথে আনতে হবে। এ বছর কলা, আইন, বিজনেস স্টাডিজ ও সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য ভর্তি ফি নির্ধারণ হয়েছে ২ হাজার ৯১০ টাকা। বিজ্ঞান, জীব ও ভূবিজ্ঞান, কৃষি ও প্রকৌশল অনুষদের জন্য ৩ হাজার ৩৪ টাকা ফি লাগবে। এ ছাড়া বিভাগ এবং হলের ফি বাবদ প্রয়োজনীয় অর্থের পরিমাণ জানতে ভর্তি ইচ্ছুকদের সংশ্লিষ্ট অনুষদে যোগাযোগ করতে হবে। অনুষদগুলোর ফোন নম্বরগুলো যথাক্রমে কলা অনুষদ: ০৭২১৭১১১৪৪, আইন অনুষদ: ০৭২১৭১১১৪৩, বিজনেস স্টাডিজ অনুষদ: ০৭২১৭১১১২৯, সামাজিক বিজ্ঞান অনুষদ: ০৭২১৭১১১৩০, বিজ্ঞান অনুষদ: ০৭২১৭১১১১৫, জীব ও ভূবিজ্ঞান অনুষদ: ০৭২১৭১১১৫৭, কৃষি অনুষদ: ০৭২১৭১১১৪২ ও প্রকৌশল অনুষদ : ০৭২১৭১১১২৫।