রাজশাহীতে শিবিরের হরতাল পালিত

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের চার জেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতাল বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে পালিত হয়েছে। হরতালের শুরুতেই রাজশাহী মহানগরীতে রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও একটি ট্রাক ভাঙচুর করে হরতাল সমর্থকরা। গতকাল রোববার সকাল পৌনে ৬টার দিকে মহানগরীর তালাইমারী এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে শিবিরকর্মীরা। এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এছাড়া সকাল ৬টার দিকে মহানগরীর হরিয়ান বাইপাস এলাকায় বিক্ষোভ মিছিল থেকে একটি মালবাহী ট্রাক ভাঙচুর করে ছাত্রশিবির কর্মীরা। এরপর বৃষ্টির কারণে মহানগরীর আর কোথাও হরতাল সমর্থকদের দেখা যায়নি। তবে রাজশাহীর সকল রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ ছিলো। হরতালের সহিংসতা ঠেকাতে সতর্ক অবস্থায় ছিলো পুলিশ ও ৱ্যাব। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে মহানগরীর মালোপাড়া এলাকায় শিবির পরিচালিত কনটেস্ট কোচিং সেন্টারে অভিযান চালিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহিয়াসহ আট শিবির নেতাকর্মীকে আটক করে ৱ্যাব।
আটক নেতাদের মুক্তি না দেয়ায় রোববার রাজশাহী, নাটোর, চাঁপাইবনবাবগঞ্জ ও পাবনা জেলায় সকাল সন্ধ্যা হরতাল ডাকে শিবির।