রাজনৈতিক অস্থিরতায়১১ হাজার কোটি টাকা ক্ষতি

 

স্টাফ রিপোর্টার: রাজনৈতিকঅস্থিরতার কারণে দেশের অর্থনীতিতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার কোটিটাকা। গতকালবৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট বক্তৃতায়অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।অর্থমন্ত্রী বলেন, হরতাল অবরোধের কারণে এবার দেশে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের মহোৎসব চলেছে। এহরতালে বাংলদেশ রেলওয়ে, বিআরটিসিসহ সরকারি-বেসরকারি যানবহন ছিলো আক্রমণেরপ্রধান লক্ষবস্তু। সম্পদ ধ্বংসের পাশাপাশি ব্যাপক প্রাণহানি ঘটেছে।মন্ত্রীবলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে সরকারের রাজস্ব সংগ্রহের ওপর প্রভাবপড়েছে। ২০১২-১৩ অর্থবছরে মূল বাজেটে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিলো ৯০হাজার ৭৮৫ কোটি টাকা যা সংশোধিত বাজেটে ৫০০ কোটি বৃদ্ধি পেয়েছে।অর্থমন্ত্রী২০১৩-১৪ অর্থবছরে কেবলমাত্র রাজনৈতিক অস্থিরতার কারণে রাজস্ব সংগ্রহেরলক্ষ্যমাত্রা ১১ হাজার কোটি টাকা হ্রাস করে সংশোধিত বাজেটে ১ লাখ ৩০ হাজার১৭৮ কোটি টাকায় পুন:নির্ধারণ করতে হয়েছে বলে জানান।