রাজনৈতিক অঙ্গীকারের দাবিতে রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদ সদস্য পদপ্রার্থীদের জনতার মুখোমুখি শীর্ষক সংলাপ

ডিঙ্গেদহ প্রতিনিধি: কৃষি পণ্যের লাভজনক মূল্য নির্ধারণে জাতীয় মূল্য কমিশন গঠনের পক্ষে রাজনৈতিক অঙ্গীকারের দাবিতে রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংসদ সদস্য পদপ্রার্থীদের জনতার মুখোমুখি শীর্ষক সংলাপ গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় সিডিএফ চুয়াডাঙ্গার ট্রেনিং রুমে অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা কৃষি জনমূল্য কমিশনের সহসভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাসদরে (রব) সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্মসম্পাদক তৌহিদ হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. সোহরাব হোসেন, চুয়াডাঙ্গা কৃষকলীগের সভাপতি আবু সুফিয়ান বিল্লাল, জেলা জাসদ (ইনু) সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলী হোসেন, সিডিএফ’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও জাতীয় কৃষক সমিতির সভাপতি আলাউদ্দিন উমর। অতিথিবৃন্দ বলেন, দেশে সকল পেশাজীবীদের  সংগঠন তাদের উৎপাদিত পন্যের লাভজনক মূল্য নির্ধারণ করে থাকে। কিন্তু দেশের সর্ব বৃহত জনগোষ্ঠী কৃষকদের কোনো সংগঠন নেই। এ কারণে তারা তাদের উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণ করতে পারে না। ফলে কৃষকদের উৎপাদিত সকল পণ্যের লাভজনক মূল্য না পাওয়ায় কৃষকেরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ জন্য কৃষকদের সংগঠিত হতে হবে। এছাড়া ও অতিথিবৃন্দ তাদের রাজনৈতিক দলের ও নির্বাচনী ইস্তেহারে কৃষি পণ্যের জাতীয় মূল্য কমিশন গঠনের প্রস্তাবনা রাখার জন্য প্রতিটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানোর প্রতিশ্রুতি দেন। জেলা কৃষি জনমূল্য কমিশনের সাধারণ সম্পাদক পল্লী উন্নয়ন সংস্থা-পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেনের উপস্থাপনায় প্রবন্ধ পাঠ করেন জেলা কৃষিমূল্য কমিশনের সদস্য সিডিএফ’র প্রকল্প সমন্বয়কারী আসমা হেনা চুমকি। বক্তব্য রাখেন জেলা কৃষি জনমূল্য কমিশনের সদস্য ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী জহির রায়হান, আত্মবিশ্বাসের প্রকল্প সমন্বয়কারী শাহেদ হাসান হালিম, জেলা কৃষি মূল্য কমিশনের সদস্য আমির হোসেন, একরামুল হক মুক্তা, কামরুজ্জামান সজল, মিলি ইয়াসমিন, আব্দুল মালেক ও ইসলাম উদ্দিন। সার্বিক দায়িত্বে ছিলেন পাস’র পরিচালক কাতব আলী।