রাজধানীতে পাঁচ ভুয়াচিকিৎসক আটক

 

স্টাফ রিপোর্টার: রাজধানীরকারওয়ান বাজার সুপার মার্কেটে অভিযান চালিয়ে পাঁচ ভুয়া দন্ত্য চিকিৎসককেকারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার কারওয়ান বাজারে ২নম্বর ভবনের মার্কেটে এ অভিযান চালানো হয়।দণ্ডিত ভুয়া ডাক্তাররাহলেন-ইলিয়াস হোসেন, মো. আলাউদ্দীন, মো. হাসানুর রহমান, তোফাজ্জল হোসেন ওমো. আক্তার হোসেন। তাদের প্রত্যেককে নয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা করেজরিমানা করা হয়েছে।র‌্যাব-২’র উপপরিচালক দিদারুল আলম জানান, গোপনতথ্যের ভিত্তিতে ওই ভবনের মার্কেটে অভিযান চালানো হয়। কোনো ধরনের চিকিৎসাসনদ ও অ্যাকাডেমিক যোগ্যতা ছাড়াই এই পাঁচজন দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারেচারটি চেম্বার ভাড়া নিয়ে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। জনস্বাস্থ্যের কথাবিবেচনা করে তাদের সাজা দিয়ে চেম্বারগুলো সিলগালা করে দেয়া হয়েছে।তিনিবলেন, ওই পাঁচজন মানবিক বিভাগ থেকে পড়াশোনা করে দন্ত্য চিকিৎসক সেজেপ্রতারণা করতেন। এছাড়া চিকিৎসায় তারা যে সব যন্ত্রপাতি ব্যবহার করতেন তাছিলো অস্বাস্থ্যকর। এতে রক্ত ওলালাবাহিত রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিলো।