রহিঙ্গাদের গণহত্যা বন্ধ ও তাদের প্রত্যাবর্তনের দাবিতে কোটচাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত

কোটচাঁদপুর প্রতিনিধি: রহিঙ্গাদের গণহত্যা, তাদের ঘরবাড়িতে অগ্নি সংযোগ করে উচ্ছেদ ও নারী ধর্ষণ বন্ধ এবং রহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের দাবিতে কোটচাঁদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কোটচাঁদপুর শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রগতিশীল নাগরিক সমাজের সভাপতি নিমাই চন্দ্র দে, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান আগা খান, কোটচাঁদপুর মহিলা কলেজের সহঅধ্যাপক শরিফুজ্জামান তুহিন, সহঅধ্যাপক শামছুল আলম, মশিয়ার রহমান, রিপন মেহমুদ, মইনুদ্দীন শেখ হেকিম, ওয়াহেদুজ্জামান মুকুল, আবদুর রশীদ, মকবুল প্রমুখ। বক্তারা অবিলম্বে রহিঙ্গাদের গণহত্যা বন্ধ ও তাদের নিরাপদ প্রত্যাবর্তনের দাবি জানান।